স্টেডিয়ামের আশায় মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে ফালাকাটা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৮শে অক্টোবর, ২০১৮: তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মুখ্যমন্ত্রীর তিন দিনের উত্তরবঙ্গ সফরে দুদিন থাকবেন কুচবিহারে। সেখানে উৎসবের উদ্বোধন করবেন ও প্রশাসনিক বৈঠক করে কিছু সাংগঠনিক বৈঠকও করবেন বলে সূত্রে খবর। কুচবিহারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আসার জন্য ফালাকাটা টাউন ক্লাব ময়দানে তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপেড। এবং মাঠের চারপাশ নিরাপত্তার বেষ্ঠনীতে ঘিরে ফেলা হয়েছে। ফালাকাটা জুড়ে করা নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর তিন দিনের উত্তরবঙ্গ সফরে দুদিন থাকবেন কুচবিহারে। এর জন্য ফালাকাটা টাউন ক্লাব ময়দানে তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপেড।
এখানে মুখ্যমন্ত্রীর নামার কথা। এই আশায় ফালাকাটাবাসী আশায় আছেন। মুখ্যমন্ত্রী ফালাকাটা টাউন ক্লাব ময়দানে নেমে কুচবিহার যাবার পথে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকুল্যে প্রস্তাবিত অত্যাধুনিক স্টেডিয়ামের শুভ শিলান্যাস করবেন। গত বছর ফালাকাটা টাউন ক্লাব ময়দানে নৈশ ফুটবল ফালাকাটা গোল্ড কাপের এসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ফালাকাটা স্টেডিয়ামের জন্য টাকা বরাদ্ধ করে গেছেন এরপর কয়েকবার মাটি পরীক্ষাও হয়ে গেছে। এবছর আবার তিনি একই কথা বলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবার জানান স্টেডিয়ামের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শীঘ্রই কাজ শুরু হবে। তাই ফালাকাটাবাসী আশায় আছেন এবার মুখ্যমন্ত্রীর হাতেই ফালাকাটা টাউন ক্লাব ময়দানে স্টেডিয়ামের শুভ শিলান্যাস হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)