গ্যাস সিলিন্ডার লিক করায় আতঙ্ক ছাড়াল জটেশ্বরে
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৪শে অক্টোবর, ২০১৮: গ্যাস সিলিন্ডার লিক করায় আতঙ্ক ছাড়াল ফালাকাটা ব্লকের জটেশ্বরে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল দশ টা নাগাদ। ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি সংলগ্ন এলাকার কমলেন্দু লস্করের বাড়ির ঘটনা। ঘটনাস্থলে ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। কোন হতাহতের খবর নেই। বাড়ির মালিক কমলেন্দু লস্কর জানান, যে তিনি বাজার থেকে নতুন সিলিন্ডার কিনে এনে বাড়িতে রান্নার জন্য লাগিয়ে অন করার সাথে সাথেই সিলিন্ডারের নীচে আগুন লেগে যায়। তা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সেই সময় বাড়িতে তার ছেলে পড়াশুনা করছিলো। তৎক্ষণাত তিনি তাদের বের করে দিয়ে চিৎকার করতে থাকে। চিত্কার শুনে আসে পাশের বাড়ি প্রতিবেশীরা এসে পরে। প্রতিবেশীরা আসার আগেই আমি ও আমার স্ত্রী দুজনেই এই গ্যাস সিলিন্ডার টি বাইরে বের করি ফেলি। পরে আসেপাশের লোক জন এসে বালি দিয়ে গ্যাস বের হওয়া বন্ধ করবার চেষ্টা করে। তাতে খুব একটা লাভ হয়নি । খবর দেওয়া হয় ফালাকাটা দমকল দপ্তরে। দমকল কেন্দ্রের কর্মীরা এসে গ্যাস বের হওয়া বন্ধ করে পরিস্থিতি সামলায়। এই ঘটনায় এলাকা বাসী আতঙ্কে আছেন।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)