সপ্তমীতে মুখোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে “বসে আঁকো” প্রতিযোগিতা
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৬ই অক্টোবর, ২০১৮: আজ মহাসপ্তমীর দিন সকাল ১১.৩০টায় শিলিগুড়ির দাতব্য প্রতিষ্ঠান মুখোপাধ্যায় ফাউন্ডেশনের দ্বারা আয়োজিত “বসে আঁকো” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চলন্তিকা দুর্গাপুজা মন্ডপে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হয়েছে যে প্রতিযোগিতায় অন্তত ৩০ জন শিশু যোগদান করে। এই প্রতিযোগিতাটি তিনটি বিভাগে ছিল। প্রতিযোগিতার পরে বিচারক মণ্ডলী ফলাফল ঘোষণা করে যাতে দেখা যায় ‘ক’ – বিভাগে; প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে রোহিত দাস (১০), আবসিনুর রহমান (৮), সৌম্যদীপ দত্ত (৮)। ‘খ’ – বিভাগ; যথাক্রমে তুলি দাস (১৩), অণির্বাণ মন্ডল (১৪), নিশা সাহা (১৩)। ‘গ’ – বিভাগে; প্রথম স্থানাধিকারিনী পুষ্পিতা পাল (১৬)। এছারাও দুঃস্থ শিল্পী প্রকাশ মাহাতো (১২) এককালিন আর্থিক অনুদান পেয়েছে। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সর্ব্বশ্রী বিশ্বজিৎ রায় ও মৌ সাহা। মুখোপাধ্যায় ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ডঃ সৌমিত্র মুখোপাধ্যায়, কেকা মুখোপাধ্যায়, সুরজিৎ চক্রবর্ত্তী, বিক্রম দাস ও চলন্তিকার সদস্যরা।
ছবি: মুখোপাধ্যায় ফাউন্ডেশন (শিলিগুড়ি)