ইসলামপুরের আদর্শ সংঘের ৫৫তম বর্ষের দুর্গাপজায় প্লাস্টিক বর্জনের বার্তা
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৫ই অক্টোবর, ২০১৮: বিশ্ব বাংলার সেরা পুজোর শিরোপাপ্রাপ্ত ইসলামপুরের আদর্শ সংঘ দেশবন্ধুপাড়া দুর্গাপূজা কমিটি এবার ৫৫ তম বর্ষ সারদোৎসব পালন করতে চলেছে। আর এই বছর গত ছয় মাসের অক্লান্ত পরিশ্রমের ফলে বিশ্ব উষ্মায়নের কথা মাথায় রেখে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে সবুজকে আহ্বান করেছে আদর্শ সংঘ। কাল্পনিক চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে টেরাকোটা ও পোড়া মাটির কাজের মধ্যে দিয়ে তৈরি হয়েছে মন্ডপসজ্জা। চিন্ময়ী রূপে মৃৎশিল্পী ষষ্টি পালের নিখুঁত কাজের সৌন্দর্য ফুটে উঠেছে মা দুর্গার প্রতিমায়। সবুজের আহ্বানে আদর্শ সংঘের ৫৫তম বর্ষে তৈরি ৫৫ রকমের ফলের গাছের বাগান। পাশাপাশি সেই বাগানে রয়েছে ৫৫টি সমাজকল্যাণ মূলক বার্তা যা জনস্বার্থে ক্লাবের পক্ষ থেকে দর্শনার্থীদের প্রতি প্রচারিত হবে। এছাড়াও রাজ্য সরকারের ২৪টি প্রকল্পের বিষয়ে খুঁটিনাটি জানতে বাসিন্দাদের আসতেই হবে আদর্শ সংঘের পুজো মন্ডপ প্রাঙ্গনে। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফের বিষয়েও মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে আদর্শ সংঘ। যেকোনোরকমের বিশৃঙ্খলা ঘটানো দর্শনার্থীদের উদ্বেগ বাড়াবে আদর্শ সংঘের সিসিটিভি ক্যামেরা যা কি না প্রজেক্টরের মাধ্যমেও জনগনের সামনে জীবন্ত প্রমানস্বরূপ বর্তমান। আদর্শ সংঘ দেশবন্ধুপাড়া দুর্গাপূজা কমিটির সম্পাদক শঙ্কর পাল বলেন, ১৫ লক্ষ টাকা বাজেটকে সামনে রেখে গত ছয় মাস ধরে ক্লাবের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমরা এবছর সারদোৎসব মানুষকে দিতে পেরেছি। আমাদের বাগান সজ্জায় মহম্মদ জহিরউদ্দিন ও মন্ডপসজ্জায় পুতুল সাহা ইসলামপুরের শিল্পী। আমাদের প্রচেষ্টা স্থানীয় শিল্পীদেরই সামনের সারিতে নিয়ে আসা। আশাকরি দর্শনার্থীদের ১০০ শতাংশ মন জয় করবে আদর্শ সংঘের এবারের সারদোৎসব।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)