ফালাকাটা কলেজে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হল
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৮ই অক্টোবর ২০১৮: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকুল্যে ফালাকাটা কলেজের নতুন ভবন নির্মাণের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । উপস্থিত ছিলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ফালাকাটা কলেজ পরিচালন কমিটির সভাপতি সুরেশ লালা, ফালাকাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদার, ফালাকাটা থানার আই.সি সৌম্যজিত রায় প্রমুখ । উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আনুমানিক 4 কোটি টাকা ব্যয়ে তিনতলা (গ্রাউন্ড ফ্লোর + ২) ভবন নির্মাণের কাজের শুভ সূচনা হল । নতুন তিনতলা ভবনে অত্যাধুনিক শ্রেণী কক্ষের পাশাপাশি থাকবে এন.সি.সি রুম, ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা কমন রুম । প্রতিটি ফ্লোরেই থাকবে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা । পরবর্তীতে একটি তল বাড়ানো হবে । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ফালাকাটা কলেজে বিজ্ঞান বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় শ্রেণী কক্ষের জন্য তিনি দপ্তরের ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব এস্টিমেট করে প্রপোজাল পাঠিয়ে কাজ শুরু করার সম্ভব হয় । এই ঘোষণায় খুশি ফালাকাটা কলেজ কর্তৃপক্ষ সহ সকলে । ফালাকাটা কলেজের অধ্যক্ষ ড. হীরেন্দ্র নাথ ভট্টাচার্য বলেন, আমাদের অনেকদিন আশা পূর্ণ হতে চলেছে । এর ফলে এই এলাকার ছাত্র ছাত্রীদের সাইন্স পড়ার জন্য আর দ বাইরে যেতে হবেনা । এর জন্য কলেজের পক্ষ থেকে বিভাগীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানই ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)