আলিপুরদুয়ারের বীরপাড়ায় মৃত্যু নিউজিল্যান্ডের পর্যটকের
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৫ই অক্টোবর, ২০১৮: ভারত ভ্রমনে বেরিয়ে বাইকে পথ দূর্ঘটনায় এক বিদেশী পর্যটকের মৃত্যু হল৷ ঘটনাটি আলিপুরদুয়ারের বীরপাড়া থানার এশিয়ান হাইওয়েতে ঘটে৷ ৪ পর্যটকের মধ্যে ২ জন গাজিয়াবাদের বাকী ২ জন নিউজিল্যান্ডের বাসিন্দা ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর দিল্লি থেকে এই চার পর্যটক রওনা দেন শিলিগুড়ির উদ্দেশ্যে৷ ট্রেনেই দিল্লি থেকে বাইক এনেছিলেন তারা৷ নিউ জলপাইগুড়ি নেমে, ৪ টি বাইকে ৪ জন কাজিরাঙ্গার দিকে রওনা দেন। গতকাল রাতে আলিপুরদুয়ারের বীরপাড়ার কাছে এশিয়ান হাইওয়েতে কাছে বিদেশী পর্যটকের মোটর সাইকেলটি দূর্ঘটনায় পরে৷ উল্টোদিক থেকে আসা একটি ছোট ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ গুরুতর আহত অবস্হায় তাকে প্রথমে বীরপাড়া ষ্টেট জেনারেল হাসপাতালে পরে শিলিগুড়ি রেফার করে৷ শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নিউজিল্যান্ডের পর্যটক শ্যন্ মাইকেল হ্যানসম (৫০)। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাসি শুরু করেছে বীরপাড়া থানার পুলিশ৷ পর্যটক দলের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা পঙ্কজ সিং অভিযোগ করেন ঘটনাস্হলের কাছে হাসপাতালে আইসিইউ থাকলে তাদের বন্ধুর মৃত্যু হত না৷ যানজট আর বেহাল রাস্তাকেও দায়ি করেছেন তারা৷ পরিবারের অনুমতি না মেলায় ময়নাতদন্তের পরেও মৃতদেহ মৃতের বন্ধুদের হাতে তুলে দেয়নি পুলিশ৷