ইসলামপুর কান্ডে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবীতে এবার রায়গঞ্জে সাধারণ মানুষের মিছিল
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ২রা অক্টোবর, ২০১৮: আজ সন্ধ্যায় রায়গঞ্জ শহরে এক বিশাল মিছিল আয়োজিত হয়। তবে কোন বিশেষ সংস্থা বা সংগঠন এই মিছিল আয়োজন করেছে ব্যাপারটা তা নয়। এই মিছিল আয়োজন করেছিল নাগরিক সমাজ। অন্তত এমন ভাবেই উদ্যোক্তারা সম্পূর্ণ ব্যাপারটা তুলে ধরতে চান। এর সাছে নেই কোন ধর্মীয় বা রাজনৈতিক দল। মূল বিষয় হল ইসলামপুর ছাত্র হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং তার সাথে রয়েছে সঠিক ভাবে তদন্তের দাবী ও শিক্ষাঙ্গনে নিরাপত্তার দাবী। এছারাও আরও একটি বিষয় নিয়ে বিরধিতা ছিল আজকের এই মিছিলে সেটা হল ছাত্র হত্যা কাণ্ডের সাথে ধর্মীয় মেরুকরণের বিরধিতা, সাম্প্রদায়িক রাজনীতির বিরধিতা। উদ্যোক্তাদের মতে অন্তত ২০০ জন এই মিছিলে পা মিলিয়েছে। তার মধ্যে রয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় উদ্যোক্তারা প্রচার করে আসছিলেন। সেই ডাকে সাড়া দিলেন রায়গঞ্জের মানুষ। এই মিছিলে ছিলেন শিক্ষক, ছাত্র, অধ্যাপক, ডাক্তার, গৃহবধু প্রমুখ। মিছিলটি শুরু হয় রায়গঞ্জ সুপার মার্কেট থেকে এবং শহর ঘুরে শেষ হয় গান্ধী মূর্তির পাদদশে। মিছিল শেষে অংশগ্রহণকারীরা গান্ধিজিকে শ্রদ্ধা অর্পণ করে এই কর্মসূচি সমাপন করেন।
সংবাদচিত্র ও সংবাদ ভিডিও