ইসলামপুর থানার সামনে তাপস ও রাজেশের মাকে নিয়ে ধরনায় মহিলা মোর্চা
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮: ইসলামপুর থানার সামনে মহিলা মোর্চার অনির্দিষ্টকালের রবিবার দ্বিতীয় দিনে পরা ধরনা বিক্ষোভ অবস্থান মঞ্চে হাজির তাপস ও রাজেশের মা। এদিন উত্তর দিনাজপুরের মহিলা মোর্চার জেলা সভানেত্রী দোলা মোদকের নেতৃত্বে রাজ্য কার্যকারী কমিটির সদস্য তথা মালদার গাজলের জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার, মালদা জেলা সভানেত্রী তন্দ্রা পাল, দক্ষিণ দিনাজপুরের জেলা সভানেত্রী দেবশ্রী সরকার, জেলা সাধারণ সম্পাদিকা পূর্ণিমা মহন্ত সহ ইসলামপুরের মহিলা মোর্চার নেতৃবৃন্দদের সম্মিলিত বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে ইসলামপুর থানার সামনে এসে উপস্থিত হয়। গতকাল শনিবার থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে ও সিবিআই তদন্তের দাবীতে লাগাতার এই ধরনা বিক্ষোভ চলবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সভানেত্রীরা এদিন তাঁদের বক্তব্যে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে হুমকি দেন যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে খুশি করতে পুলিশ সাধারণ নির্দোষ মানুষের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে যে জুলুমবাজি অত্যাচার শুরু করেছে তাতে করে রাজ্যে পট পরিবর্তন হলে তাদের কেউই রেহাই পাবে না। এছাড়াও যতক্ষন পর্যন্ত গভীর রাতে মানুষের বাড়িতে পুলিশি অত্যাচার বন্ধ না হচ্ছে ও দারিভিটকাণ্ডে সিবিআই তদন্তের দাবী পূরণ না হচ্ছে ততক্ষণ মহিলা মোর্চার এই ধরনা বিক্ষোভ চলবে বলে মহিলা মোর্চা সূত্রে জানা গিয়েছে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)