সরকার না বদলালে পশ্চিমবঙ্গের পরিস্থিতির পরিবর্তন হবে না, বললেন এবিভিপি’র রঘুনন্দন
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ২৫শে সেপ্টেম্বর, ২০১৮: “সরকার না বদলালে এরাজ্যে পরিস্থিতির পরিবর্তন হবে না, আমরা এর শেষ দেখে ছাড়ব “ইসলামপুরের দারিভিটে মৃত ছাত্রের বাড়িতে এসে এমনই মন্তব্য করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রঘুনন্দন। মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রঘুনন্দন ও উত্তরবঙ্গের সংগঠন সম্পাদক বাইলোচন সাহু সহ সাত সদস্যের প্রতিনিধি দল দারিভিটে পৌঁছায়। বাংলা ভাষার শিক্ষকের দাবীর আন্দোলনে শহীদ দুই ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবার পরিজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবিভিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। স্থানীয় বেশকিছু ছাত্র-ছাত্রীদের সাথেও ঘটনার বিষয়ে তাঁরা কথা বলেন। রঘুনন্দন আরও বলেন, “চলতি মাসের আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ইসলামপুরের বাস টার্মিনাসে এবং কোলকাতার মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে ৭২ ঘন্টার ধরনা অবস্থানের কর্মসূচী নেওয়া হয়েছে। দারিভিটের ঘটনায় লাগাতার আন্দোলনের পাশাপাশি সিবিআই তদন্ত দাবী করছি। প্রকৃত দোষীর কঠোর শাস্তির দাবীতে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। তাপস ও রাজেশের খুনিদের ফাঁসির কাঠে ঝোলাতে দেশজুড়ে আন্দোলনে নামবে এবিভিপি”।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)