ইসলামপুরে দলীয় প্যানেলকেই মান্যতা দিল কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠী

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ২৫শে সেপ্টেম্বর, ২০১৮: ইসলামপুরে দলীয় প্যানেলকেই মান্যতা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন শ্যামল সরকার ও সহকারী সভাপতি শাহজাহান নির্বাচিত হন। ইসলামপুরের পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে সমিতির সদস্যরা নব নির্বাচিত সভাপতি ও সহকারী সভাপতির সিদ্ধান্ত মেনে নেন। অন্যদিকে, চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের দলীয় প্যানেলকে মান্যতা দিতে নারাজ সদস্যরা ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচন করেন। বিধায়কের দলীয় প্যানেলে প্রীতিরঞ্জন ঘোষ ওরফে নাথু’র নাম থাকলেও সমিতির সদস্যরা তা মানতে চায়নি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। যদিও নাথুবাবুকে সভাপতি করা হবে বলেই প্রার্থী করা হয়েছিল বলে দাবী নাথু গোষ্ঠীর। পরে ১৫-৯ ভোটাভুটির মাধ্যমে মহম্মদ আজহারউদ্দিন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে এদিন গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে দলতন্ত্রকে উপেক্ষা করে পরিবারতন্ত্রের বার্তাই দেওয়া হলো বলে ক্ষুব্ধ শাসকদলের নাসিম গোষ্ঠী। গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন স্থানীয় বিধায়ক তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর ভাইয়ের স্ত্রী মুস্তারি বেগম। সহকারী সভাপতি হয়েছেন সদ্য সিপিএম থেকে যোগ দেওয়া সৈয়দা ফারহাত আফরোজ। মন্ত্রীর ভাই গোলাম রসুল ওরফে মুনিদা গোয়ালপোখরের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য। এনিয়েই মহকুমার বিভিন্ন ব্লকে শাসকদলের নেতৃত্বের মধ্যে ক্ষোভ বাড়ছে। যদিও এবিষয়ে দলের কেউই সংবাদ মাধ্যমের সামনে কিছুই জানাতে নারাজ।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!