ভয়ে ভয়ে হলেও দারিভিট গুলি কাণ্ডের জন্যে সিবিআই তদন্তের দাবীতে মরদেহ পাহারা
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ২৫শে সেপ্টেম্বর, ২০১৮: সিবিআই তদন্তের দাবীতে অনড় রাতদিন দুই ছাত্রের মরদেহ পাহারায় রত দারিভিটের বাসিন্দারা। পাশাপাশি লাশ গুম হয়ে যাবার আশঙ্কায় দিনে ও রাতে পালা করে দুই ছাত্রের মরদেহ আগলে রয়েছে দারিভিটবাসী। গ্রামবাসীরা জানিয়েছে, পুলিশের ভয় আছে তাও তাঁরা এলাকার দুই ছাত্রের মরদেহ আগলে রয়েছে। মৃত ছাত্রের পরিবারকে না জানিয়েই ঘটনার দিন রাতারাতি ময়নাতদন্তের কাজ সেরে ফেলে ইসলামপুর থানার পুলিশ। তাই ওই ময়নাতদন্তে ভরসা নেই গ্রামবাসীদের। বাসিন্দারা সিবিআই তদন্তের দাবিতে অনড়। সিবিআই তদন্ত হলে মরদেহ প্রয়োজন হবে। তাই তাঁরা হিন্দু রীতিকে অগ্রাহ্য করে মরদেহ কফিনবন্দি করে দারিভিটের দলঞ্চা নদীর ধারে অবস্থিত শশ্মান লাগোয়া জমিতে মাটিতে পুঁতে রেখেছে। আগামীকাল থেকে দারিভিট শশ্মানে জেনারেটরের ব্যবস্থা করে আলো জালাবার ব্যবস্থা করতে চলেছে বাসিন্দারা। মরদেহ পাহারারত বাসিন্দাদের নাম জানতে গেলে তাঁরা বলেন, নাম দিয়ে কি করবেন, আমরা গ্রামবাসী। নাম আপনাদের জানালেই পুলিশ ধরে নিয়ে যায়। যা বলার বলেছি এখন এখান থেকে যান। সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত আমরা মৃতদেহ সৎকার করবো না।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)