মৃত রাজেশ ও তাপস নিয়ে রাজ্য সরব, জীবিত বিপ্লব রয়েছে যন্ত্রণার অন্ধকারে
পার্থ চ্যাটার্জি
রাজেশ আর তাপসের মৃত্যু এখন পশ্চিম বঙ্গের রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে তারা করে বেরাচ্ছে। গোটা একটা রাজ্য বনধ্ হতে চলেছে। সেখানে দাড়িয়ে ভবিষ্যতের কথা ভেবে দারিভিট গুলি কাণ্ডে গুলি খাওয়া এক জীবিত স্কুলের ছাত্র নাম বিপ্লব। বিপ্লবের গুলি লেগেছিল একই সময়ে। তবে তার পায়ে গুলি লেগেছিল। সেই কারনেই কোল শূন্য হয়নি বিপ্লবের মায়ের। তবে হত দরিদ্র মায়ের শূন্য দৃষ্টি বলে দেয় তিনি আজ বিপ্লবের চিকিৎসার জন্যে অসহায়। সেই দিন যখন বিপ্লবের গুলি লাগে এবং সে রক্তাক্ত হয়ে রাস্তায় শুয়ে কাতরাতে থাকে তখন বিপ্লব কে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। বেশ কয়েক দিন চিকিৎসার পর বিপ্লবকে সোমবার বাড়িতে নিয়ে আসা হয়। তার এখন আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। এর জন্য বাইরে কোথাও নিয়ে যেতে হবে। কিন্তু সেই চিকিৎসা করার মতো পরিবারের কাছে অর্থ নেই। তারা চিকিৎসা করতে পারছেন না। বিপ্লবের মা সরস্বতী সরকার জানিয়েছেন, ছেলের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। তাই সবার কাছে সাহায্যের আবেদন করেছি। তিনি বলেন ছেলে যেন আবার আগের মতো খেলাধুলা করতে পারে, হেঁটে বেড়াতে পারে স্বাভাবিক ভাবে।সেই আশাতেই দিন গুনছেন। রাজেশ আর তাপসের মৃত্যু নিয়ে যখন সারা রাজ্য সরব তখন জীবিত বিপ্লব এর চিকিৎসার জন্যে কি কেউ এগিয়ে আসবে? নাকি বিপ্লব কে চিকিৎসার জন্যে অপেক্ষার অন্ধকার আরও ঘনীভূত হবে, তা সময়ই বলবে।
ছবি: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)