ইসলামপুরের দারিভিটে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করলেন অশোক ও সুজন
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৩ই সেপ্টেম্বর, ২০১৮: গত শনিবার ইসলামপুরের দারিভিটে মৃত ছাত্রদের পরিবারের সাথে দেখা করতে এসে পুলিসমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করেন সিপিএমের সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য। এদিন দারিভিটের বাসিন্দা ইসলামপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র রাজেশ সরকারের বাড়িতে বাম নেতারা পৌঁছতেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পড়ুয়ারা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বামনেতা সুজন চক্রবর্তীর কাছে ক্ষোভে ফেটে পড়েন রাজেশের বোন টুম্পা সরকার। বাসিন্দাদের ক্ষোভের জেরে রাজেশের বাড়ি থেকে বাম নেতারা পায়ে হেঁটে অপর মৃত ছাত্র তাপস বর্মনের বাড়িতে পৌঁছান। তাপসের মা বাম নেতাদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বাম নেতাদের সামনেই বারবার মমতা কোথায় মমতা কোথায় বলে চিৎকার করতে থাকেন। মমতার কাছে ছেলের দাবী জানাবেন বলেই মমতার খোঁজ করছেন তাপসের মা মঞ্জু বর্মন। বামনেতাদের কাছে দারিভিট স্কুল চত্তরে পৌঁছে সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য বলেন, পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তাই পুলিশমন্ত্রীকেই এর দায় নিতে হবে। নিরীহ ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালনার দায় স্বীকার করে আমরা চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক।
ছবি ও ভিডিও: দীপঙ্কর দে (টি.এন.আই)