প্রশ্ন বাণে সাংবাদিক বৈঠক ছেড়ে কার্যত পালালো উত্তর দিনাজপুর পুলিশ সুপার
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২১ই সেপ্টেম্বর, ২০১৮: দারিভিটের ঘটনায় কার্যত সাংবাদিক সম্মেলন ছেড়ে পালিয়ে গেলেন উত্তর দিনাজপুরের জেলা পুলিশ সুপার সুমিত কুমার। বৃহস্পতিবার ঘটনার পর পুলিশের উচ্চ পদস্থ কর্তারা মুখে কলুপ আটলেও শুক্রবার বিকালে সাড়ে চারটায় সাংবাদিক বৈঠক ডাকে জেলা পুলিশ প্রশাসন। প্রায় দুই ঘন্টা দেড়িতে সাংবাদিক বৈঠকে এসে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, গতকাল বৃহস্পতিবার দারিভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গন্ডগোলের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে প্রচুর ছাত্র-ছাত্রী, এলাকার লোকজন, বাইরের লোকজন জমায়েত হয়েছে। তাদের কাছে প্রচুর বোম, বেআইনি আগ্নেয়াস্ত্র ছিল। স্কুলে আটকে থেকে এক শিক্ষক অসুস্থ হয়ে পড়াতে তাঁকে চিকিৎসা দিতে উদ্ধার করে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। তাতে অনেক পুলিশ কর্মী আহত হয় ও কনস্টেবল পরিমল অধিকারী গান শট ইনজুরিতে বর্তমানে মেডিক্যালে ভর্তি আছে। আমরা খবর পাই একজনকে ব্রট ডেড ইসলামপুর হাসপাতালে আসে। তার নাম রাজেশ সরকার এবং আজকে সকালে মারা গিয়েছে তাপস বর্মন। ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন বিজেপি সাপোর্টার রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ গুলি চালায়নি। ময়নাতদন্তের বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ সুপার বলেন, ওটা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জিজ্ঞাসা করুন। তাহলে কে গুলি চালালো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসপি সুমিত কুমার বলেন, আমাদের কাজ করতে দিন, তদন্তে যা উঠে আসবে আমরা আপনাদের সাথে শেয়ার করবো। গুলি কে চালালো, আগের দিন বিক্ষোভ শান্তিপূর্ণ মিটে গেলে এদিন এমন কি হলো যে দুই ছাত্রের প্রাণ গেল, হাসপাতালে নিয়ে যাবার পথে কারাই বা গোলাপাড়া এলাকায় গুলিতে জখমদের গাড়িতে ভাঙচুর চালালো এহেন বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে সাংবাদিক বৈঠক ছেড়ে কার্যত পালিয়ে যান পুলিশ সুপার।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)