লোকসভা নির্বাচনের রন কৌশল তৈরি করতে আগরতলায় বিজেপির সাংগঠনিক বৈঠক
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, আগরতলা, ১৮ই সেপ্টেম্বর, ২০১৮: বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক রাম মাধব, ত্রিপুরার পর্যবেক্ষক সুনীল দেওধর ও জনজাতি মোর্চার নেতা অজ্য জাম্বুলার উপস্থিতিতে ২০১৯ সালের নির্বাচনী প্রস্তুতি এবং একাধিক ইস্যু নিয়ে গত রবিবার বিজেপির সাংগঠনিক বৈঠক হয় আগরতলায়। এই বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, শিক্ষা মন্ত্রী শ্রী রতন লাল নাথ প্রমুখ। বৈঠক শেষে বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক রাম মাধব সংবাদ মাধ্যম কে জানায় যে দল এবার পুর্বত্তরের সব আসন নিজেদের দখলে চাইছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই লক্ষ্যেই বিভিন্ন বৈঠক করছে দল। শরিক আই.পি.টি.এফ এর দাবী নিয়েও আলোচনা হয়েছে। তিনি আসা রাখছেন যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।
ছবিঃ সংবাদ চিত্র