উদ্বোধন হল শিলিগুড়ির হায়দারপাড়া স্থিত একদন্ত গণেশ পূজা
আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৩ই সেপ্টেম্বর, ২০১৮: আজ বিকাল বেলায় শুভ উদ্বোধন হল শিলিগুড়ির হায়দারপাড়া স্থিত একদন্ত গণেশ পূজা কমিটি দ্বারা আয়োজিত গণেশ উৎসবের। এই উৎসবের উদ্বোধন করে শিলিগুড়ির সিনি চিলড্রেনস হোম এর আবাসিকরা। একদন্ত গণেশ পূজা কমিটির সদস্য শ্রী রনদ্বিপ ভট্টাচার্জ টি.এন.আই কে জানান যে আজ উদ্বোধনের পরে একটি হেলথ চেক আপ ক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আগামী কাল থাকছে বাউল সঙ্গীত, এর পরের দিন প্রতিবারের মত ছোটদের বসে আকো প্রতিযোগিতা। আগামী ১৬ই সেপ্টেম্বর এই পূজা প্রাঙ্গণে দুপুর বেলায় থাকবে ছাপ্পান ভোগ বিতরণ এবং সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান। রনদ্বিপ বাবু আরও বলেন যে পূজা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির সিনি চিলড্রেনস হোম কে কিছু আর্থিক সাহায্য করা হয়েছে। যবে থেকে একদন্ত গণেশ পূজা কমিটি হায়দারপাড়ায় এই গণেশ পূজা আয়োজন করেছে তবে থেকেই এলাকাবাসীদের এই পূজায় ক্রমশই অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।
ছবি ও ভিডিওঃ একদন্ত গণেশ পূজা কমিটি