বৃষ্টির কারনে ফালাকাটায় দেখা গেল প্রানিকুলের এক অপরূপ মেলবন্ধন
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৩ই সেপ্টেম্বর, ২০১৮: গরমের হাত থেকে নিজে রক্ষা করবার জন্যে পথ কুকুরা আশ্রয় নেয় শীতাতপ নিয়ন্ত্রিত এটিএম কাউন্টারে। এমন ছবি হামেশাই সোশাল মিডিয়াতে দেখা যায়। এবং সেই ছবি কে ঘিরে চলে নেটিজিয়ানদের হাস্য কৌতুক এবং বিদ্রুপের পালা। হাসির খোরাক হয়ে ওঠে এই সব নিরীহ প্রাণী। তাদের অপরাধ হল তারা শুধু প্রখর রৌদ্র তেজের থেকে নিজেকে কিছুক্ষণের জন্যে সুরক্ষিত রাখতে চেয়েছিল। বেশিরভাগ নেটিজিয়ানরা হয়ত বোঝে না বা বুঝতে চায় না সুরক্ষার অধিকার কেবল মাত্র মানুষের নয়, রয়েছে সমস্ত জীবকুলের। সম্পূর্ণভাবে না হলেও কিছুটা অনুরুপ চিত্র আজ দেখা গেল ফালাকাটা সুভাষ পল্লী ব্যাঙ্ক রোড, টাউন ক্লাব ময়দানের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর সামনে। প্রচন্ড বৃষ্টির হাত থেকে নিজেদের রক্ষা করতে একই সাথে আশ্রয় নেয় পথ কুকুরের দল ও গরুর পাল। সাথে দেখা যায় স্থানীয় পথচারীদের আশ্রয় নিতেও। ঠিক উপরোক্ত পরিস্থিতির থেকে ভিন্ন এই জায়গাতেই। এখানে দেখা গেল প্রানিকুলের সুন্দর এক মেল বন্ধন। অন্যদিকে, এরাই একে অপরকে রাস্তায় দেখে ভয় পায়, আবার তেড়েও আসে এবং তারাও করে। প্রকৃতির এটা সত্যি এক অপরূপ লীলা। নিজেদের সুরক্ষায় মেল বন্ধন হলো তিন ভিন্ন ধর্মী প্রাণীর। যদি এইরুপ মেল বন্ধন থাকে সমগ্র বিশ্ব জুড়ে তাহলে হয়তো এত সমস্যায় পড়ত না আমাদের পৃথিবী। প্রকৃতিকে মানুষ এখনো পর্যন্ত বাগে আনতে পারেনি। তবে সব সময়ে দেখা গেছে এই প্রকৃতিই সমস্ত প্রাণীকুল কে অনেক সময় এক সাথে আনতে পেরেছে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)