ফালাকাটায় হল স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষ পালন
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই সেপ্টেম্বর, ২০১৮: স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্মমহাসভার ১২৫ বছর পূর্তি সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ফালাকাটা শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে। এই উপলক্ষে শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের কমিউনিটি হলে একটি আলোচনা সবার আয়োজন করা হয়। স্বামীজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদানের মধ্যদিয়ে এর শুভারম্ভ করেন উত্তরাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের কো-অর্ডিনেটর সুশীল সাহা চৌধুরী, উপস্তিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নীরদ বরণ রায়, ডঃ সুভাষ সেনগুপ্ত, ফালাকাটা স্বামী বিবেকানন্দ সংস্থার সভাপতি রঞ্জন ভৌমিক প্রমুখ। ফালাকাটা শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে ১২৫ জন মহিলা শঙ্খ বাজিয়ে এই দিনটিকে স্মরণীয় করে রাখেন ভক্ত বিন্দ। এরপর ছাত্রছাত্রীদের দ্বারা বক্তিতা, আবৃতি, গান প্রভৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ও শেষে শ্রীশ্রী রামকৃষ্ণদেবের সন্ধাআরতির ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে সমাপ্তি হয়।
ভিডিও ও ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)