অন্য ভাবনার সাক্ষী শিলিগুড়ির এই স্কুলের ছাত্রীরা
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৬ই সেপ্টেম্বর, ২০১৮: শিক্ষক দিবস মানেই শিক্ষক – শিক্ষিকাদের প্রতি উৎসর্গিত একটি দিন এবং ওই দিনটিতে ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান তথা প্রতিযোগিতার মাধ্যমে নিবেদন করে তাদের শৈলী শিক্ষক-শিক্ষিকাদের প্রতি। গতকাল অর্থাৎ ৫ই সেপ্টেম্বর ২০১৮, শিক্ষক দিবসের দিনেও এক ব্যতীত কিছু হল শহর শিলিগুড়ির বুকে। এক অভিনব ভাবনা সকল শিলিগুড়িবাসির কাছে তুলে ধরল সুভাষপল্লী স্থিত নেতাজি জি. এস. এফ. পি. স্কুলের (প্রাইমারি) ছাত্রীরা।
এদিন তাঁরা সেখানে নিয়ন্ত্রিত সকল অতিথিদের স্বাগত জানায় কোনো পুষ্পস্তবক অর্পণ করে নয় বরং তুলে দেওয়া হয় চারাগাছ। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন, পদ্মশ্রী শ্রী করিমুল হক মহাশয়; ড. প্রণব কুমার ভট্টাচার্য, চেয়ারম্যান, প্রাইমারি স্কুল কাউন্সিল; শ্রী শান্তনু সরকার, এস.আই অফ স্কুল; শ্রী অরিন্দম রায়, এ.আই অফ স্কুল; শ্রী আহাশানুল করিম, এ.আই অফ স্কুল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক, শ্রী রঞ্জন শীল শর্মা মহাশয়ের প্রচেষ্টায় এবং তদারকিতে এমন অভূতপূর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। রঞ্জন বাবু টি.এন.আইকে জানান, যেভাবে দূষণ বাড়ছে তাতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আজ এই আয়োজন। এমতবস্থায় পরিবেশকে বাঁচাতে অতিথিদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়৷
ছবিঃ ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)