শিক্ষক দিবসে মেখলীগঞ্জ কলেজে টিএমসিপি – এবিভিপি সংঘর্ষ, ৫ জন আহত
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ৬ই সেপ্টেম্বর, ২০১৮: গতকাল শিক্ষক দিবসের দিনে অনুষ্ঠান চলা কালীন কলেজ চত্তরে আসতে পারবেনা বহিরাগতরা, এমনকি অনুষ্টান চলা কালীন কোনও দলীয় পতাকা লাগানো চলবে না, এমন নির্দেশ অমান্য করে তৃণমূল ছাত্র পরিষদ দলীয় ব্যনার লাগিয়ে বহিরাগতদের নিয়ে আসে৷ কলেজ কতৃপক্ষ বাধা দিলে পরিণাম হয় অন্যরকম। অকথ্য ভাষায় গালিগালাজ সহ আটকে রাখা হয় শিক্ষকদের। কলেজের অন্য ছাত্র সংগঠন এবিভিপি প্রতিবাদে করায় শুরু হয় হাতাহাতি৷ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে৷ আহত হন এবিভিপি’র পাঁচ জন। এদের মধ্যে ২ জনকে মেখলীগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷ তৃণমূল ছাত্র পরিষদ এর বিরূদ্ধে অভিযোগ দায়ের হয় মেখলীগঞ্জ থানায়৷
ভিডিওঃ স্বপন রায় বীর (টি.এন.আই)