আশ্রমের কিশোর আবাসিকের ক্যান্সারের জন্যে সাহায্যের হাত বাড়াল শিলিগুড়ির ‘সমব্যথী’
আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৩রা সেপ্টেম্বর, ২০১৮: বেশ কয়েকদিন আগে জানা গিয়েছিল যে শিলিগুড়ি টিকিয়াপাড়ার শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমের আবাসিক সদ্য কিশোর উৎপল সর্দার (১২) এর মাথায় ক্যানসার হয়েছে। সেই আশ্রমের মহারাজ জানিয়েছিলেন প্রতিদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে ‘রে’ (রেডিয়েশন) দিতে হয় এবং বেশি পরিমানে প্রোটিন জাতীয় খাবার খেতে বলেছে ডাক্তার। এখনো অবধি ২৫টা ‘রে’ পরে। এরপর হয়ত প্রয়োজনে ‘কেমো’ দিতে হবে। প্রতিদিন উৎপলের জন্য প্রায় ৫০০/- টাকা খরচ করতে হয়। এই আশ্রমে ১২ জন আবাসিকের খাওয়া ও পড়াশোনা বাবদ খরচ করতে হয়, তারপর প্রতিদিন উৎপলের চিকিৎসার খরচ ব্যয় করতে আশ্রম কর্তৃপক্ষের খুবই মুশকিলের মধ্যে পড়েছে। অবস্থাটি গোচরে আসে শিলিগুড়ির সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি’র। ঠিক করা হয় আশ্রম কে সাহায্য করবার। আজ শিলিগুড়ির সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি’র পক্ষ থেকে ৩,০০০/- টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিল সংস্থার সভাপতি সঞ্জয় সাহা, বেলা দাস, সন্দীপ সেন, মিথুন পাল চৌধুরী প্রমুখ। তবে আরও অর্থের প্রয়োজন হবে। আশ্রম ও শিলিগুড়ির সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি’র পক্ষ থেকে সোসাইটির পক্ষ থেকে তীর্থঙ্কর চক্রবর্ত্তী ইচ্ছুক ব্যেক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।