জন্মাষ্টমী উপলক্ষে শিলিগুড়ির ইস্কন মন্দিরে হল ছোটদের বসে আকো প্রতিযোগিতা
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি ২রা সেপ্টেম্বর, ২০১৮: প্রাক জন্মাষ্টমী পুন্য তিথিতে মেতে উঠলো শিলিগুড়ির ইস্কন প্রাঙ্গণ। আজ জন্মাষ্টমী উপলক্ষে এক ‘বসে আকো প্রতিযোগিতায়’ অংশ গ্রহণ করেছিল বহু কচিকাঁচার দল। ইস্কন মন্দির তখন ছোটদের কলরবে গমগম করছে। দেখা গেল পেন, পেনসিল, রং নিয়ে তাদের বিভিন্ন প্রকার ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলতে। ইস্কন মন্দিরের কনভেনর শ্রী নাম কৃষ্ণ দাস টি.এন.আই কে জানান যে অন্তত ৫০০ জন খুদে পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এছারাও ছিল গিতা শ্লোক পাঠ, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। সন্ধ্যে বেলা আলোর রঙের ভরে উঠল ইস্কন মন্দির প্রাঙ্গণ। ভক্তদের ভীর ক্রমেই মন্দিরে জড় হতে শুরু হয়েছিল। চলল সন্ধ্যা আরতি তার সাথে কৃষ্ণ নাম সঙ্গীত।
Facebook Comments