ধনতলায় ব্যবসায়ী খুনের ঘটনায় মুখ্য অপরাধী গ্রেপ্তার, উদ্ধার পাইপগান
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর ২রা সেপ্টেম্বর, ২০১৮: ধনতলায় ব্যবসায়ী খুনের ঘটনায় মুখ্য অপরাধীকে গ্রেপ্তার করলো ইসলামপুর থানার পুলিশ। এছাড়াও গ্রেপ্তার আরও এক দুষ্কৃতী সহ উদ্ধার আগ্নেয়াস্ত্র। ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার রাতে সাহুদাঙি এলাকা থেকে ধনতলায় ব্যবসায়ী খুনের ঘটনায় মুখ্য অপরাধী মুক্কাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। এছাড়াও ধৃত শোয়েব আখতারকে জেরা করে তাঁর বাড়ি থেকে এদিন একটি দেশি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মুক্কা ও শোয়েব আখতারদের ধনতলায় ব্যবসায়ী খুনের ঘটনায় এফআইআরে নাম রয়েছে। উল্লেখ্য, গত ২৩ আগস্ট ইসলামপুর থানার কালানাগিন এলাকা থেকে শোয়েব আখতারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁকে ইসলামপুর আদালতে পাঠিয়ে ফের তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ৯ দিনের পুলিশি হেফাজতে আনা হয়। শোয়েব আখতারকে জেরা করেই পুলিশ মুখ্য অপরাধী মুক্কার হদিশ পেয়েছে। পাশাপাশি শোয়েবের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। যদিও ধনতলায় ব্যবসায়ী খুনের ঘটনায় এফআইআরে আট জন দুষ্কৃতীর নাম রয়েছে। অন্যদিকে অপর একটি ঘটনায় ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় নাকা চেকিং চলাকালীন স্থানীয় শিবনগর কলোনীর বাসিন্দা জ্যোতির্ময় বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। তল্লাশী চালিয়ে তাঁর কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)