ময়নাগুরিতে বিরল প্রজাতির তক্ষক পাচার করতে গিয়ে সি.আই.ডির হাতে ধৃত দুই

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৩শে ফেব্রুয়ারি ২০১৮: এক বিরল প্রজাতির তক্ষক উদ্ধার হলো ময়নাগুরিতে। গোপন সূত্রে খবর পেয়ে সি.আই.ডি টিম ক্রেতা সেজে তক্ষক সহ পাচারকারীদের আটক করে। ঘটনাটি ঘটে শুক্রবার ময়নাগুরি ব্লকের ভোট পাট্টি এলাকায়। ঘটনায় ২ জনকে আটক করে সি.আই.ডি। এদের একজনের নাম নিরঞ্জন দাস ও ইন্দ্রদেব মন্ডল। জলদাপাড়া অভয়ারণ্য থেকে তক্ষক টিকে আনা হচ্ছিলো বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। সি.আই.ডি টিম ক্রেতা সেজে গেলে পাচার কারিরা তক্ষক টির দাম ৩ কোটি টাকায় বিক্রির কথা বলে।

প্রায় এক সপ্তাহ ধরে সি.আই.ডি এই দুজনের উপর নজর রাখছিলো। এই দুজনকে গ্রেফতার করে ময়নাগুরি থানায় নিয়ে আসে এবং সি.আই.ডি কর্মিরা এরপর তাদের বনদপ্তরের হাতে তুলে দেন। তক্ষকটি লম্বায় প্রায় ১০ ইঞ্চি হবে। সি.আই.ডি সূত্রে খবর এরা কোথায় তক্ষক পেলো এবং এটিকে কোথায় পাচার হবে এবং এই দলের সাথে কারা কারা যুক্ত সি.আই.ডি এই তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। বনদপ্তর সূত্রে জানা জায় সি.আই.ডির কাছ থেকে খবর পেয়ে তারা এখানে এসেছেন। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!