মেখলীগঞ্জের ডোরাডাবরীতে গাঁজা ও আফিম উদ্ধার করল বি.এস.এফ

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ ১লা সেপ্টেম্বর, ২০১৮: মাদক পাচারের চক্র বেড়েই চলেছে কুচবিহার সহ উত্তরবঙ্গে৷ ফের কুচবিহারের মেখলীগঞ্জের ডরাডাবরি এলাকা থেকে সীমান্ত রক্ষাবাহিনী একটি যাত্রিবাহী বাস থেকে উদ্ধার করল আফিম ও গাঁজা৷ গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ উদ্ধার করে মাদক গুলো৷ যদিও, মাদক পাচারকারীরা পলাতক৷ জানা গেছে গত শুক্রবার ১২রাজ্য সড়ক পথের কুচবিহারের চাঙ্গারাবান্ধা অঞ্চলের ডরাডাবরি এলাকা থেকে উদ্ধার হয় আফিম ও গাঁজা৷ গোপনসূত্রে খবর পেয়ে ১৪০ নাম্বার ব্যাটালিয়ানের আধিকারিক বিজয় সাহুর নেতৃত্বে পেয়ে মেখলীগঞ্জের ডোরাডাবরী এলাকায় বিএসএফের ১৪০ নাম্বার ব্যাটেলিয়ানের জওয়ানরা ৪০০ গ্রাম আফিম সহ ৭ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক উদ্ধার কে কেন্দ্র করে গতকাল থেকে আজ পর্যন্ত বিশেষ নজরদাড়ি রাখছে বিএসএফ এবং পুলিশ৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!