ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু চাকুলিয়ায়
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, চাকুলিয়া ৩০শে অগাস্ট, ২০১৮: চাকুলিয়া থানার কানকি এলাকায় বুধবার ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পত্তির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কানকি এলাকার দেওগাঁ বিলপাড়ার বাসিন্দা পবন মন্ডল ও পুস্পা মন্ডল বাড়িতে ধানের গোলা থেকে ইঁদুর ধান খেয়ে নেয় বলে ধানের গোলাকে তার দিয়ে ঘিরে তাতে কারেন্ট দিয়ে রাখে। প্রতিদিন সকালে ওই তারে সংযোগকারী কারেন্ট খুলে দেওয়া হয়। বুধবার পবন বাবুর স্ত্রী পুস্পা দেবী ধানের গোলার নিচে মাটি দিতে গেলে তাঁকে কারেন্ট ধরে নেয়। চিৎকার শুনে পবন বাবু ছুটে এসে স্ত্রীকে বাঁচাতে গেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরে। খবর পেয়ে কানকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে কানকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই দম্পত্তিকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)