গোয়ালপোখরে ধর্ষণে অভিযুক্তের সাত বছরের সাজা ঘোষণা ইসলামপুর আদালতের

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, গোয়ালপোখর ৩০শে অগাস্ট, ২০১৮: গোয়ালপোখরে বৃহস্পতিবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণে অভিযুক্তের সাত বছরের সাজা ঘোষণা করলো ইসলামপুর আদালত। ইসলামপুর আদালতের সরকারী আইনজীবী সরবর ইমাম চৌধুরী বলেন, গোয়ালপোখর থানার অথিয়াবাড়ি চেইনপুর এলাকার এক যুবতীর দায়ের করা মামলায় ১৫টি ডকুমেন্টরি ইভিডেন্স এবং ১৪জন সাক্ষীর সাক্ষ্য প্রমানে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অভিযুক্ত মুনতাসির আলমকে এদিন সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও ৬মাস কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ শেখ কামালউদ্দিন সাহেব। উল্লেখ্য, গত ২০১৫ সালে গোয়ালপোখর থানার অথিয়াবাড়ি চেইনপুর গ্রামের মুনতাসির আলম বাড়িতে লোকের অনুপস্থিতির সুযোগে জোড়করে ওই যুবতীকে ধর্ষণ করে। ওই যুবতী চিৎকার চেঁচামেচি করাতে তাঁকে বিয়ের প্রলোভন দিয়ে তখনকার মতো চুপ করায়। এরপর ওই যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার সহবাস করে অভিযুক্ত। এরই মধ্যে যুবতী গর্ভবতী হয়ে পড়লে মুনতাসির তাঁকে বিয়ে করতে রাজী হয়নি। তখন ওই যুবতী গত ২৩ অক্টোবর ২০১৫ মুনতাসির আলম সহ আরও ৫ অভিযুক্তের নামে গোয়ালপোখর থানায় অভিযোগ দায়ের করে। গোয়ালপোখর থানার পুলিশ তদন্তে নেমে মুনতাসির আলমের নামে চার্জ সিট পাঠায়। এদিকে মামলা চলাকালীন ওই যুবতী গত ফেব্রুয়ারি ২০১৬ এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। ইসলামপুর আদালতে হাজির যুবতীর বাবা বলেন, ও আমার মেয়ের জীবনটা শেষ করে দিল ওর আরও বেশি সাজা হলে ভালো হতো তবু আমি আদালতের রায়ে খুশি।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!