কালিয়াগঞ্জের পর এবার ইসলামপুরেও ঢুকল মোমো আতঙ্ক
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর ২৯শে অগাস্ট, ২০১৮: এবার মোমো গেমের আতঙ্ক ছড়ালো ইসলামপুরের শান্তিনগর কলোনীতে।এই খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, পেশায় স্কুল শিক্ষক পুরন চন্দ্র পাল তার মোবাইলে wsp মোমো গেম খেলার ম্যেসেজ দেখতে পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পাশাপাশি আতঙ্কিত তার বাড়ির লোকেরাও। শিক্ষক বিষয়টি লিখিত ভাবে ইসলামপুর থানায় জানিয়েছেন। শিক্ষক পুরন চন্দ্র পাল বলেন, মোবাইলে ম্যেসেজ আসে আমাকে মোমো গ্যাম খেলার চ্যেলেঞ্জ নিতে বলে। বিষয়টি আমার জানা আছে বলে আমি ম্যাসেজটা না খুলেই পুলিশকে জানাই। ম্যাসেজ না খোলায় পড়ে আর কোন ম্যাসেজ আসেনি। তবে এনিয়ে আমি ও আমার পরিবার খুব আতঙ্কে আছে। উল্লেখ্য বেশ কিছু দিন ধরে মোমো গেম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা রাজ্য জুড়ে। কয়েক দিন আগে এক কিশোরের মোমো গেম খেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জে। তার রেশ কাটতে না কাটতে এবারে মোমো গেমের আতঙ্ক ছড়ালো ইসলামপুরে। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।