শিলিগুড়ির অদূরে ঘোষপুকুরে ধরা পড়ল ১০ কেজি বেআইনি সোনার বিস্কুট
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ৮ই জুলাই, ২০১৮: আবার শিলিগুড়িতে ধরা পড়ল বেআইনি সোনার বিস্কুট। এবার এই সোনার বিস্কুকের ওজন অন্তত ১০ কেজি। জানা যায়, এক সেনাকর্মী সহ দুই জনকে এই বেআইনি সোনার বিস্কুট পাচারের আগেই ধরে ফেলে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। আধিকারিক সুত্রে জানা যায়, ধৃতদের নাম হল সৌরভ জৈন এবং দীলিপ কুমার। দুজনেই বিহারে থাকে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে ১২টা নাগাদ শিলিগুড়ির অদূরে ঘোষপুকুর বাইপাসের লাগোয়া অঞ্চলে। এই সোনা পাচার করার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল পাশের রাজ্য বিহারের পঞ্জিকৃত একটি গাড়ি। গোপন সুত্রে পাওয়া খবর অনুযায়ী আধিকারিকরা আগে থেকেই ওত পেতে ছিল সেই জায়গায়। গারিটি আসাতেই তাদের পথ আটকায় কেন্দ্রীয় রাজস্ব আধিকারিকরা। গারিটি থেকে মোট ১০টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় রাজস্ব আধিকারিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সোনার বিস্কুটগুলো ভুটান হয়ে বিহারে পাচারের ছক কষেছিল ধৃতরা। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। মহামান্য আদালত তাদের জেল হেপাজতের নির্দেশ দেয়।
ফটোঃ আর. সুব্রত (টি.এন.আই)