কুচবিহার বানেশ্বরে কলেজে ছাত্র ভর্তি নিয়ে টি.এম.সি.পি’তে মারপিট
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, কুচবিহার, ৪ঠা জুলাই, ২০১৮: ছাত্র ভর্তি কে কেন্দ্র করে টাকা নেওয়ার অভিযোগে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কুচবিহারের বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়। আহত হলেন কলেজের ছাত্র সংসদের সাধারন সম্পাদক সহ ৩। এই ঘটনায় কার্যত অস্বস্থিতে পরেছে শাসকদলের ছাত্র সংগঠন।ভর্তি প্রক্রিয়া বানচাল করতে বহিরাগতরা কলেজে প্রবেশ করে, বাধা দিতে গেলে আক্রমণ করা হয় বলে ছাত্র সংসদের সাধারন সম্পাদকের দাবী হলেও, পাল্টা অভিযোগে জানা যায়, কলেজে ভর্তির নাম করে অবৈধ ভাবে টাকা তুলছিলেন সাধারন সম্পাদক। তার এই অনৈতিক কাজের প্রতিবাদ করায় মারধোর করা হয় বলে অভিযোগ। আহত দের এম.জে.এন হাসপাতালে ভর্তি করা হয়। উভয় পক্ষই পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে।
ছবি: মনোজ সরকার (টি.এন.আই)