প্রবল বর্ষণে চিন্তার কারণ হাসিমারার সুরক্ষা প্রাচীর

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, হাসিমারা, ৪ঠা জুলাই, ২০১৮: বিপদজনক অবস্থায় রয়েছে এলাকার কয়েকশো ঘর, ভেঙ্গে গেল জয়গাঁর ঝর্ণা বস্তি এলাকার হাসিমারা ঝোরা সুরক্ষা প্রাচীর। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও এলাকায় রাতভর প্রবল বর্ষণের ফলে প্রায় রুদ্ররূপ ধারণ করেছে হাসিমারা ঝোরাটি৷ আজ দুপুর নাগাদ ভেঙ্গে পরে প্রাচীরটি। সুরক্ষা প্রাচীরটি ভেঙ্গে যাওয়ায় চিন্তিত এলাকার স্থানীয় মানুষ৷ রাতে বৃষ্টি হলে অারও ভাঙ্গতে পারে প্রাচীরটি এবং তার সাথে বহু জীবন সংকটে পরার আশংকা থেকেই যাচ্ছে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!