রায়গঞ্জে ভাগ্নীর সলিল সমাধিতে মামার বিয়ে স্থগিত হয়ে যায়
পার্থ চ্যাটার্জি (টী.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, রায়গঞ্জ, ৩রা জুলাই, ২০১৮: আজ এক মর্মান্তিক ঘটনা ঘটল রায়গঞ্জের বেল্ডাঙ্গী গ্রামে। জানা যায়, এলাকার যুবক মঙ্গল মুর্মুর গতকাল রাতে বিয়ের কথা ছিল। বিয়ে উপলক্ষে স্থানীয় নাগর নদীতে স্নান করতে যায় মঙ্গলের পরিবার। এই সময় সবার অগোচরে পা পিচলে নদীতে ডুবে যায় মঙ্গলের ভাগ্নী ১০ বছরের মালতি টুডু। অনেক খোঁজাখুঁজির পরেও মালতির দেহ পাওয়া যায়নি। এই দিন অনেক রাতে নদীর জলে ভেসে ওঠে মালতির দেহ। এই খবর পৌঁছে যায় থানায় এবং সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ সুত্রে জানা যায়, যে মৃতদেহ ময়না তদন্তের পরেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবার সুত্রে জানা যায় যে বর্তমানে শোকার্ত পরিবার আপাতত মঙ্গল মুর্মুর বিয়ে স্থগিত রেখেছে।
Facebook Comments