ইসলামপুরে পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে রাজনৈতিক জমি মাফিয়ার তান্ডব
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ৩০শে জুন, ২০১৮: শনিবার ইসলামপুর বাজার এলাকায় ব্যবসায়ীর জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পাশাপাশি অভিযোগ খোদ পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে তৃনমূল আশ্রিত জমি মাফিয়াদের জবরদখলের অভিযোগে শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘটনায় তৃণমূলের যোগাযোগ অস্বীকার করেছেন পুরসভার চেয়ারম্যান। জানা গিয়েছে, এদিন ইসলামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড় কালীবাড়ি রোডের ব্যাবসায়ী চঞ্চল পালের বাড়ি সহ হার্ডওয়ারের দোকানে ঢুকে দুষ্কৃতীরা রীতিমতো তান্ডব চালায় বলে অভিযোগ। এছাড়াও বাড়ি দোকান মিলিয়ে থাকা আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা জমি মাফিয়ারা নিয়ে গিয়েছে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারাই জবরদখলকে কেন্দ্র করে এলাকা অশান্ত করে রেখেছে। শাসকদলের উচ্চ নেতৃত্বের মদতেই শহরজুড়ে জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত। ব্যাবসায়ী চঞ্চল পাল বলেন, দুষ্কৃতীরা আমার দোকানে ঢুকে সমস্ত লন্ডভন্ড করে দিয়েছে। আমার প্রায় ২০ লক্ষ টাকা ওরা নিয়ে গিয়েছে। ১৯৭৪ সাল থেকে আমি এখানে বাড়ি ও দোকান করে আছি। ওরা আমাকে জমি না ছাড়লে প্রাণে মারার হুমকি দিয়ে গিয়েছে। ইসলামপুর মার্চেন্ট এসোসিয়েশনের মুখপাত্র দামোদর আগরওয়াল বলেন, অবিলম্বে এই ঘটনার কিনারা করে শহরের ব্যাবসায়ীদের নিরাপত্তার দাবী জানাই। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, তৃণমূল এই ঘটনার সাথে কোনওভাবেই যুক্ত নয়। আমি নিজে পুলিশকে ফোন করেছি। বিষয়টি দেখে উপযুক্ত পদক্ষেপ নেব।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)