বানারহাট শহরের ভেতরে বেপরোয়া ভাবে চলা টোটো দূর্ঘটনার কবলে
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, বানারহাট, ৩০শে জুন, ২০১৮: আজ সকাল দশটার সময় বানারহাট শহরের ভেতরে বেপরোয়া ভাবে চলা একটি টোটো দূর্ঘটনার কবলে পড়ে। দ্রুত গতিতে চলা টোটোটির সাথে উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান এর সংঘর্ষ হয়। ঘটনার জেরে টোটোটি চিড়েচ্যাপটা হয়ে গেলেও বরাত জোরে তাতে সওয়ার আরোহীদের খুব একটা আঘাত লাগে নি।
ঘটনার জেরে টোটো চালকও আহত হয়েছেন। আহতদের বানারহাট স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। শহরের ভেতরে দাপিয়ে বেড়ানো টোটো চালক দের অনেকেই টোটো চালানোতে পাকা নন, যেহেতু টোটো চালানোর জন্য কোনও ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় না বা এই সংক্রান্ত বিষয়ে চালকদের কোনও পরীক্ষার সম্মুখীন ও হতে হয় না ফলে অনেক চালকেরই রাস্তায় চলার নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, এরই সাথে রেষারেষি ও তীব্র প্রতিযোগিতার জেরে একপ্রকার ঝুঁকি নিয়েই যাত্রীদের টোটোতে সওয়ার হতে হচ্ছে। এদিনের দূর্ঘটনা যাত্রী সুরক্ষার বিষয়ে আবারো প্রশ্নচিহ্ন তুলে দিল।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)