ডালখোলার যানজট নিয়ন্ত্রণে উত্তরবঙ্গ পুলিশের ট্রাফিক বিভাগের পদক্ষেপ
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ডালখোলা, ২৯শে জুন, ২০১৮: উত্তর দিনাজপুরের ডালখোলার যানজট বর্তমানে উত্তরবঙ্গবাসীর কাছে ভয়ঙ্কর স্বপ্নে পরিণত হয়েছে। সড়কপথে শিলিগুড়ির দিক থেকে কোলকাতা যাবার কথায় শিউরে উঠে উত্তরবঙ্গবাসী। এই নিয়ে উত্তরবঙ্গ পুলিশের ট্রাফিক বিভাগ সম্প্রতি বিশেষ উদ্যোগ নিতে চলেছে। জানা গিয়েছে, সম্প্রতি উত্তরবঙ্গ পুলিশের ট্রাফিক বিভাগের আইজি দেবাশীষ বড়াল, জেলা ট্রাফিক পুলিশের ডিএসপি দেবরাজ ঘোষ, ডালখোলা ট্রাফিক ওসি দিব্যেন্দু দাস সহ ট্রাফিক পুলিশ অফিসারদের নিয়ে যানজট নিয়ন্ত্রণে এক বৈঠক হয়। ওই বৈঠকে ডালখোলার যানজট নিয়ন্ত্রণে বেশকিছু নতুন পদক্ষেপ নিতে চলেছে ট্রাফিক পুলিশ বিভাগ। যদিও এদিনের বৈঠক নিয়ে কোনও পুলিশ কর্তাই মুখ খুলতে নারাজ। তবে জানা গিয়েছে যানজট নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ আগে থেকে জনসমক্ষে চলে আসলে পরে তা নিয়মিত সমস্যার সম্মুখীন হতে হয় পুলিকর্মীদের। উল্লেখ্য, ডালখোলা এলাকায় মহম্মদপুর থেকে পূর্ণিয়া মোড় পর্যন্ত প্রায় ১০০টি গোডাউন রয়েছে। যে গোডাউনগুলির মালবাহী গাড়ি পার্কিংয়ের জায়গা নেই বললেই চলে। এছাড়াও ডালখোলার উপর দিয়ে দিনে ১৩৫টি ট্রেন চলাচল করে। যার কারনে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ থাকে। পাশাপাশি রয়েছে রেলের রেক পয়েন্ট। এসবের কারণেই ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ যানজটের নরক যন্ত্রনায় ভুক্তভোগী উত্তরবঙ্গবাসী। উত্তর দিনাজপুরের ডালখোলা বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু হয়ে গেলেও স্বস্তিতে নেই উত্তরবঙ্গের বাসিন্দারা। উত্তরবঙ্গ পুলিশের ট্রাফিক বিভাগের আইজি দেবাশীষ বড়াল বলেন, আমরা রুটিন বৈঠক করেছি, ডালখোলার যানজট নিয়ন্ত্রণে স্থানীয় জনসাধারণের পাশাপাশি ব্যাবসায়ীরাও সচেতন হলে সমস্যা মিটে যাবে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)