নিউ চ্যাংড়াবান্ধায় মদের দোকান ভাঙচুর করে গ্রামবাসীরা
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, নিউ চ্যাংড়াবান্ধা, ২৮শে জুন, ২০১৮: প্রমীলা বাহিনীর পর এবার মদের দোকানে ভাঙচুর করল গ্রামবাসীদের একাংশ৷ ঘটনাটি ঘটেছে মেখলীগঞ্জের নিউ চ্যাংড়াবান্ধা রেল স্টেশনের নিকট মদের দোকানে। সূত্রের খবর সেখানে প্রচুর মদের বোতল ভাঙচুর করে গ্রামবাসীরা। গুঁড়িয়ে দেওয়া হয় আসবাবপত্র। গ্রামবাসীদের অভিযোগ – গ্রামে মদের দোকান থাকায় যুবকরা নেশার প্রতি আকৃষ্ট হচ্ছে। একাধিকবার প্রশাসনকে অভিযোগ জানিয়ে লাভ হয়নি৷ অন্যদিকে, মদের দোকানের পক্ষ থেকে অভিযোগ এক শ্রেনীর মানুষ টাকার দাবী করে মাঝে মধ্যেই। সেই টাকা না দেওয়ায় হামলা করছে। যদিও টাকার দাবীর কথা অস্বীকার করেছে গ্রামবাসীরা। ঘটনাস্থলে ছুটে আসে মেখলীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী৷ অন্যদিকে, মদের দোকানে তাণ্ডব এর ছবি তুলতে গিয়ে ইলিয়াস হোসেন নামে স্থানীয় এক যুবককে মারধোরও করা হয় বলে অভিযোগ৷ যুবকের মোবাইল ভেঙ্গে দেওয়া হয়৷ আহত অবস্থায় তাকে চ্যাংড়াবান্ধা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়৷ পুরো ঘটনার তদন্ত করছে মেখলীগঞ্জ থানার পুলিশ৷
ছবি: স্বপন রায় বীর (টি.এন.আই)