সমব্যথী’র উদ্যোগে এবং সোশাল মিডিয়ার জন্যে সাহায্যে আসায় অঙ্কুশের সফল অস্ত্রপ্রচার
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২৭ই জুন, ২০১৮: অঙ্কুশ কর (আড়াই বছর) শিলিগুড়ির সূর্যনগরের উদয়ণ কলোনি (২৩ নং ওয়ার্ড)-র বাসিন্দা, প্রসাবের নালিতে জটিল সমস্যা রয়েছে (এম.আই.ডি পেলাইন হাইপোসপাডিয়াস)। শিলিগুড়ির একটি স্বেচ্ছা সেবী সংস্থা ‘শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি’ তার সাহায়্যের জন্যে এগিয়ে এসেছে। ছোট্ট অঙ্কুশকে ডাক্তার দেখানো থেকে জটিল অপারেশনের জন্যে সাহায্য করা সবই তারা করছে। সমব্যথী’র পক্ষ থেকে সংবাদ মাধ্যমে কে জানাও হয় যে আগামী সি.এম.সি (ভেলোর)এ ১৮ই অগাস্ট ২০১৮তে হওয়ার কথা ছিল। সেই মত প্রস্থুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু অঙ্কুশের যন্ত্রণা খুব বেড়ে যাওয়াতে গতকাল, অর্থাৎ ২৬শে জুলাই ২০১৮তে কলকাতার এক বেসরকারি হাসপাতালে সফল ভাবে সম্পন্ন হয়। শিলিগুড়ি সমব্যথী থেকে আরও জানানো হয় কিছু মানুষ সোশাল মিডিয়া দেখে এগিয়ে এসেছিল। তাদের মধ্যে রয়েছেন শিলিগুড়ির সমাজসেবী শ্রীমতী অনিন্দিতা চ্যাটার্জী, সমাজসেবী শ্রীমতী সুনন্দা দত্ত ও তনিমা দত্ত ও জনৈক কলকাতায় কর্মরত শিলিগুড়ির বাসিন্দা নগদ ৩০০০০ টাকা দিয়ে সহযোগিতা করেন। সংবাদ মাধ্যম দ্বারা শিলিগুড়ি সমব্যথী’র পক্ষ থেকে সকল সাহায্যকারী কে ধন্যবাদ জানানো হয়। হাসপাতাল সুত্রে জানা যায় যে অঙ্কুশ এখন সুস্থ, আর এই জন্যে কোন অপারেশনের প্রয়োজন নেই। রবিবার হাসপাতাল থেকে ছুটি হওয়ার সম্ভাবনা অঙ্কুশের।
ছবি: শিলিগুড়ি সমব্যথী