স্কুলের ক্লাস ভাঙার প্রতিবাদে মাথাভাঙ্গায় রাজ্য সড়ক অবরোধে ছাত্ররা
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মাথাভাঙ্গা, ২৭ই জুন, ২০১৮: কুচবিহার জেলার মাথাভাঙ্গায় রাজ্য সড়ক অবরোধ করলেন মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দির এর ছাত্রছাত্রীরা৷ সূত্রের খবর, মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দিরের চারটি ক্লাস রুম স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে ভেঙ্গে ফেলা হয়৷ দীর্ঘ দিন ধরে বিবেকানন্দ বিদ্যামন্দির এবং শ্রী শ্রী রামকৃষ্ণ স্পেশাল ক্যাডার প্রাইমারী স্কুলের এক সাথে একই চত্তরে ক্লাস চলছিল৷ ইতিমধ্যেই, প্রাইমারী স্কুলটির নুতন ভবন তৈরির জন্য কাজ শুরু হয়৷ কিন্তু প্রাইমারী স্কুলের পক্ষ থেকে হাইস্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে হঠাৎ করে হাইস্কুলের চারটি ক্লাস রুম ভেঙে দেওয়া হয়৷
এই ক্লাস রুম ভেঙে ফেলাকে কেন্দ্র করে পথে নামলেন হাইস্কুলের ছাত্রছাত্রীরা৷ ছাত্রছাত্রীরা প্রথমে মহকুমাশাসক এর কাছে অভিযোগ জমা দিতে গেলে সেখানে অভিযোগ জমা নেননি মহকুমাশাসক। এরপর তারা মাথাভাঙ্গা কলেজ মোড়ে রাজ্য সড়র অবরোধ করে৷ বিবেকানন্দ বিদ্যামন্দির এর প্রধান শিক্ষক জীবন গাঙ্গুলী বলেন “ক্লাস রুমগুলি হাইস্কুলের টাকায় তৈরি৷ জানা যায়, সকালবেলা প্রাইমারী স্কুলকে ক্লাস করতে দেওয়া হয় ওই চারটি ক্লাস রুমে। আর দুপুরে বিবেকান্দ বিদ্যামন্দির হাইস্কুলের ছাত্ররা ক্লাস করে ওই ঘরে। এভাবেই চলত ক্লাস”৷ প্রধান শিক্ষক আর ও জানান “প্রাইমারী স্কুলের নতুন ভবনের টাকা মঞ্জুর হওয়ায় তাদের না জানিয়ে হঠাৎ তাঁদের ক্লাস রুমগুলি ভেঙে ফেলা হয়”। ঘটনা স্থলে মাথাভাঙ্গা থানার পুলিশ এসে ছাত্রছাত্রী দেড় অভিযোগ শোনেন এবং অবরোধ তুলে দেন।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)