ইসলামপুরে একই পরিবারের তিন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ২৪ই জুন, ২০১৮: ইসলামপুর থানার কালুবস্তি এলাকায় একই পরিবারের তিন শিশুকন্যার জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুবস্তি এলাকায় চারিদিকে পাটক্ষেত ঘেরা একটি পুকুর রয়েছে।
সম্প্রতি পঞ্চায়েতের তরফে জেসিবি দিয়ে ওই পুকুরের সংস্কার করা হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছে। যার ফলে পুকুরটির গভীরতা অনেক বেশি হয়েছে। এদিন পাটক্ষেতের ঘাস তুলতে গিয়ে ওই পুকুরে প্রথমে এক শিশুকন্যা পড়ে গেলে তাঁকে বাঁচাতে পর পর দুই শিশুকন্যা পুকুরে নামে। কিন্তু তিনজনের কেউই জীবিত ফেরেনি। পাটক্ষেতে ঘেরার কারনে অনেক দেরি করে বিষয়টি বাসিন্দাদের নজরে আসে। একই পরিবারের তিন শিশুকন্যার এহেন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় তৃণমূল নেতা জুবের আলম বলেন, ঘটনা খুবই দুঃখজনক। কালুবস্তির বিউটি (৭), নজরানা (৭) ও তারানা (৮) এদিন ওই পুকুরের জলে প্রথমে একজন পড়ে গেলে তাঁকে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে। এরা প্রত্যেকেই কাকাতো বোন।
ছবি: দীপঙ্কর দে (টী.এন.আই)