গরমে, লোডশেডিং এ বেহাল ফালাকাটা, বিদ্যুত দপ্তরের কাজে জমছে ক্ষোভ

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২৪ই জুন, ২০১৮: এমন গরমে বিদ্যুত বিহীন ফালাকাটা৷ তিন চার দিন ধরে বারংবার বলেও উন্নতি হয়নি বিদ্যুত পরিষেবার৷ গত চারদিন থেকে এই সমস্যা শুরু হয়েছে। ফালাকাটা ব্লকের বিস্তীর্ন এলাকা জুড়ে লোড শেডিংয়ের চরম সমস্যা শুরু হয়েছে। ফালাকাটা ব্লকের বিস্তীর্ন এলাকায় শনিবার রাতে লোডশেডিং হয়। রবিবার সকাল দশটায় বিদ্যুৎ ফিরে এসেছে। শুধু শনিবার রাত নয় প্রায় গত দুই তিনদিন থেকে রাত থেকে একই অবস্থা শুরু হয়েছে ব্লকের বিভিন্ন এলাকায়। ফুটবল বিশ্বকাপ খেলা চলছে। ফলে খেলা দেখতে না পেরে ক্ষোভে ফুসছেন বিভিন্ন এলাকার লোকেরা। স্থানিয়দের অভিযোগ বিদ্যুৎ দফতরের কর্মীদের ফোন করেও পাওয়া যাচ্ছে না। ফালাকাটা শহরের বিপাকে পড়েছে দুটি বেসরকারি হাসপাতালও। সরকারি হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালেও লোডশেডিংয়ের কারনে নানান অসুবিধে হচ্ছে। রবিবার সকালে ফালাকাটা শহরের বাবু পাড়াতে বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন ফালাকাটা শহরের মানুষেরা। খবর পেয়ে ফালাকাটা থানা থেকে বিশাল পুলিশ বাহীনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ফালাকাটার স্থানিয় বাসিন্দা শ্রী বিমল দাস বলেন, “রাত শুরু হলেই বিদ্যুতহীন হয়ে পড়ছে ফালাকাটা। জনজীবন সব দিক থেকে ব্যাহত হচ্ছে। বিশ্বকাপ খেলা দেখতে পারছি না। দিন দিন বিদ্যুতের মাসুল বাড়ানো হচ্ছে। আর পরিষেবার বেলায় তার হাল এই! বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না করলে ভবিষয়তে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে”। বিষয়টি নিয়ে বিদ্যুৎ দফতরের ফালাকাটা স্টেশনের স্টেশন সুপারেনটেনডেন্ট প্রশান্ত মন্ডল কে বার বার ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের জেলা শাসক শ্রী নিখিল নির্মল বলেন, “আমার কাছে অভিযোগ এসেছে। আমি বিদ্যুৎ দফতরের আঞ্চলিক অধিকর্তার সাথে যোগাযোগ করে পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছি”।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!