ত্রিপাক্ষিক বৈঠকেও মিলল না সমাধান, ডিমডিমা চা বাগানের অচলাবস্থা বহাল
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, বানারহাট, ১৮ই জুন, ২০১৮: পঞ্চায়েত নির্বাচনের আগে তড়িঘড়ি খুলেছিল ডানকান্স গ্রুপের ডুয়ার্সের ডিমডিমা চা বাগান। বাগান খুললেও নানান সমস্যার জেরে শ্রমিকদের বেতন দিতে না পারায় ১৩ই জুন চা বাগান পরিচালন কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়, ফলে চা বাগানে অচলাবস্থা তৈরি হয়। এই অচলাবস্থা কাটাতেই আজ বীরপাড়ার সহকারী শ্রম আধিকারিকের দফতরে একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। যদিও এদিনের বৈঠকে কোনও সমাধান সূত্র মিলল না। এদিনের বৈঠকে চা বাগান পরিচালন কর্তৃপক্ষের কেউ যোগ না দিলেও ডানকান্স গ্রুপেরই বীরপাড়া চা বাগানের ম্যানেজার কর্তৃপক্ষের হয়ে পরবর্তী বৈঠকের জন্য আরোও কিছুটা সময় চান। সহকারী শ্রম অধিকর্তা রাজু দত্ত জানান চা বাগানের পরিচালন কর্তৃপক্ষের প্রতিনিধি এদিন আরোও সময় চাওয়ায় পরবর্তী ত্রিপাক্ষিক বৈঠকের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। এদিনের বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়ন এবং চা বাগান মজদুর ইউনিয়ন এর গোপাল প্রধান ও রবিন রাই।