মালবাজারে চিতাবাঘের দেহ উদ্ধার চা বাগান লাগোয়া এলাকা থেকে
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মালবাজার, ১৫ই জুন, ২০১৮: চা বাগানের পাশ থেকে চিতা বাঘের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিল শুক্রবার বিকেলে। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের ধরনীপুর চা বাগানের কাছে। বনদফতরের ডায়না রেঞ্জের ক্যারন বিটের সেন্ট্রাল ডায়না এলাকায় স্থানীয় লোকজন প্রথম মৃত চিতাবাঘটিকে দেখতে পায়। বনদফতরে খবর দেওয়া হলে বনকর্মীরা চিতাবাঘের দেহ উদ্ধার করে ।চিতার দেহটি উদ্ধার হয় ৩১নং জাতীয় সড়ক ও রেললাইন এর মাঝখানের জঙ্গল লাগোয়া এলাকা থেকে। এদিন বিকেলেই খবর পেয়ে বনকর্মি চিতার দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ডায়না রেঞ্জের রেঞ্জার সুভেন্দু দাস বলেন উদ্ধার মৃত চিতাবাঘটি পুর্নবয়স্ক পুরুষ।আগামি শনিবার ময়নাতদন্ত করা হবে গরুমারায়। ক্যারন বিটের বিট অফিসার কুন্তল সিংহ রায় জানান প্রাথমিক ভাবে অনুমান সঙ্গীনী দখলকে কেন্দ্র করে হয়তো লড়াইয়ে চিতা বাঘটির মৃত্যু হয়েছে।
ছবি: সুপ্রিয় বসাক (টি.এন.আই)