এন.বি.এস.টি.সি’র স্মার্ট কার্ড ভাড়া বৃদ্ধির বোঝার কিছুটা ছাড় দিতে পারে, আশা মানুষের
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ১২ই জুন, ২০১৮: দিনের পর দিন বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম আর এর ফলে লসে চলছে পরিবহন ব্যাবসা। পরিবহন মালিকদের দাবি মেনে বাস ভাড়া বাড়ানোর অনুমতি দিল সরকার। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে গত সপ্তাহে রাজ্য সরকার রাজ্যের সর্বত্র বাস, ট্যাক্সি, অটোর ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছিল। সোমবার থেকে লাঘু হয়েছে সেই বর্ধিত ভাড়া। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রই বিভিন্ন রুটে তাদের বর্ধিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুসারে, প্রথম ৬ কিলোমিটার পর্যন্ত ৮.৫০ টাকা এবং ৬ কিলোমিটারের বেশি দূরত্বের প্রতি কিলোমিটারে ৭৫ পয়সা করে ভাড়া বৃদ্ধি পাবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের এমনিতেই নাভিশ্বাস উঠেছিল, বাস ভাড়া বৃদ্ধি সেই সমস্যা আরও বাড়িয়ে দিল বলে জানায় যাত্রীরা। তবে বাস ভাড়া বৃদ্ধির পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ি ডিপো সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি ডিপোতে এখন থেকে স্মার্ট কার্ড বিক্রি করা হবে। এই কার্ড কিনলে নিত্য যাত্রীরা বাস ভাড়ায় অনেকটা ছাড়ের সুযোগ পাবেন। শিলিগুড়িতে আগেই এই কার্ড চালু হলেও, এবার জলপাইগুড়িতেও চালু হচ্ছে স্মার্ট কার্ড। ডিপো থেকেই টপ আপের মাধ্যমে এই কার্ড রিচার্জ করা যাবে । আগামী দিনে এই সুবিধা বিভিন্ন ডিপ থেকেও পাওয়া যাবে। ভাড়া বৃদ্ধির জন্য সমস্যা হচ্ছে বলে জানায় বাস কর্মী ও যাত্রীগণ। উভয়ই বলেন কিছু কিছু ক্ষেত্রে ভাড়া বেড়ে হয়েছে উনর ঘরে। সে ক্ষেত্রে খুচরো এক টাকা নিয়ে উভয় ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছে এর ফলে বচসা হচ্ছে বাস কর্মী ও যাত্রীগনের মধ্যে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)