শিলিগুড়িতে এআইএসএসই দশম শ্রেণীতে খুব ভাল ফল করেছে ছাত্রছাত্রীরা
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২৯শে মে, ২০১৮: আজ ঘোষণা হল এআইএসএসই’র দশম শ্রেণীর ২০১৮র ফল। দেখা গেল শিলিগুড়ির ডি.পি.এস, ডি.এ.ভি, জারমার্লস অ্যাকাডেমি ইত্যাদি স্কুলের ফলাফল প্রতিবারের মত ভাল হয়েছে। এক প্রেস বিবৃতির মাধ্যমে ডিপিএস কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম কে জানিয়েছে যে তাদের স্কুলে ৪০৪ ছাত্র ছাত্রীরা এবার এআইএসএসই’র দশম শ্রেণীর পরীক্ষায় বসে। এর মধ্যে ৫৮ জন ৯০% ওপর নম্বর পায়। শিলিগুড়ির ডিপিএস স্কুলে প্রথম হয়েছে শুভ্রজিত দে। তার প্রাপ্ত নম্বর ৯৭.৬। ৯৬.২% নম্বর নিয়ে অনীশ সরকার শিলিগুড়ি ডিপিএস এ দ্বিতীয় স্থান প্রাপ্ত করেছে। অন্যদিকে, শিলিগুড়ির ডিএভি স্কুলের ও এআইএসএসই-তে ভাল ফল হয়েছে। এই স্কুলে ৯৫.৬% নম্বর নিয়ে প্রথম হয়েছে ত্রিপার্নো মণ্ডল। ৯৪.৬% নম্বর নিয়ে ডিএভি স্কুলে দ্বিতীয় স্থান দখল করেছে অনুশ্রী পাল। জারমার্লস অ্যাকাডেমি থেকে নিকিতা কুমারি খুব ভাল ফল করেছে। তার প্রাপ্ত নম্বর ৯৮.২%। জিডি গোয়েঙ্কা স্কুল থেকে ১২২ জন এই বছর পরীক্ষায় বসে। এর মধ্যে ১২০ জন ভাল নম্বর নিয়ে পাস করেছে।