ধুপগুড়ীতে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, মারধর,বাড়িতে আগুন: আহত তিন
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ধুপগুড়ী, ২৮শে মে, ২০১৮: বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর এবং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল।পাশাপাশি বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ী ব্লকের পশ্চিম মল্লিকপাড়া এলাকায় সোমবার সকালে। ঘটনায় আহত হয় একই পরিবারের তিন জন। আহতদের নাম সুশীল রায়, খুশিমন রায় এবং চাঁদমন রায়। এদিন ঘটনার পর তাদের ধুপগুড়ী হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন সকালে হঠাৎই চাঁদমনের জমির আল ভেঙ্গে দেয় স্থানীয় কয়েক তৃণমূল কর্মী বলে অভিযোগ।সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে লোহার রড, লাঠি, দা নিয়ে তেড়ে আসে এবং প্রথমে বাড়ি ভাঙচুর করে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিবারের লোকদের চেষ্টায় তৎক্ষণাৎ আগুন আয়ত্তে আসে। তবে অভিযুক্ত তৃণমূল কর্মীরা ঝাপিয়ে পড়ে এই বিজেপি কর্মীর পরিবারের লোকেদের উপর রড এবং দা এর আঘাতে আহত হয় তিন জন। ঘটনার খবর দেওয়া হয় ধুপগুড়ী থানায়। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতালে আহত সুশীল রায় জানায় বিজেপি করার জন্য বেশ কিছু দিন থেকে স্থানীয় তৃণমূলের কর্মী লক্ষন, অখিল, চন্দন দীনেশ সহ আরো কয়েকজন আমাদের মারধর করার সুযোগ খুজছিল। সোমবার তারা এই ঘটনা ঘটাল। ঘটনায় ধুপগুড়ী থানায় অভিযোগ দায়ের করা হবে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)