রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের মৃত্যুর প্রতিবাদে ফালাকাটায় মৌন মিছিল
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২১শে মে, ২০১৮: ভোটের ডিউটিতে গিয়ে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর প্রতিবাদে সোমবার বিকালে প্রতিবাদ ও মৌন মিছিল করলেন ফালাকাটা অরাজনৈতক ভোটকর্মী মঞ্চ। রাজকুমার রায়ের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে এবং সিবিআই তদন্তের দাবিতে এদিনের এই প্রতিবাদ ও মৌন মিছিল রবীন্দ্রনগড় মোড় থেকে থেকে শুরু হয়ে পুরান চৌপতি হয়ে হসপিটাল এর পাশ দিয়ে শেষ হয় ফালাকাটা ট্রাফিক চৌপতি গিয়ে। ফালাকাটার ভোট কর্মীরা সহ সমাজের বিশিষ্ট জনেরা এদিনের মৌন মিছিলে অংশ নেন। উল্লেখ্য গত ১৪ই মে ভোট শেষ হতেই রাজকুমার রায়কে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয় রায়গঞ্জের সোনাডাঙ্গিতে রেললাইনের ধার থেকে। শিক্ষক রাজকুমার রায়কে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে এবং খুনিদের কঠোর শাস্তির দাবিতে এদিন কয়েক শতাধিক মানুষ প্রতিবাদ ও মৌন মিছিল করেন। গত শুক্রবার সিআইডির একটি দল রাজকুমার রায়ের বাড়িতে এসে তদন্তভার নিয়ে নেয়। তারা রাজকুমার রায়ের স্ত্রী, মা ও বাবার সাথে কথা বলেন। যদিও রাজকুমার রায়ের মা অন্নদাদেবী সিআইডির পরিবর্তে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। ফালাকাটা অরাজনৈতক ভোটকর্মী মঞ্চের পক্ষে দীপক বর্মণ বলেন, শিক্ষক তথা ভোট কর্মী রাজকুমার রায়কে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তা কখনই মেনে নেওয়া যায় না। আমাদের দাবি সিবিআই তদন্ত করে এই ঘটনার আসল রহস্য উন্মোচন করতে হবে। ঘোষিত ২০ লক্ষ টাকা খতিপূরণ, মৃত রাজকুমার রায়ের স্ত্রীকে শিক্ষক পদে নিয়োগ, সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নেওয়া, দোষীদের কঠোর শাস্তির দাবি, পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের নৃশংস হত্যা ও জনসাধারণের মৃত্যু মিছিলের বিরুদ্ধে ফালাকাটা অরাজনৈতক ভোটকর্মী মঞ্চ তীব্র প্রতিবাদ জানায় এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি রাখে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)