“আপনা ঘর” বৃদ্ধাশ্রমে জমে উঠলো লহরী-র সাহিত্য আড্ডা
শুভম ঘোষ (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২০শে মে, ২০১৮: উত্তরবঙ্গের প্রথম সাহিত্য পোর্টাল লহরীর সদস্যগনের উদ্যোগে রবিবার “আপনা ঘর” বৃদ্ধাশ্রমে একটি সাহিত্য আড্ডা আয়োজিত হল বৃদ্ধাশ্রমের সদস্যদের নিয়ে। আড্ডায় যেমন ছিল গল্প কবিতা ও গান তেমনি ক্লাউনিং নাটকের মাধ্যমে হাসিতে মাতিয়ে রেখেছিল বৃদ্ধাশ্রমের সদস্যদের। অনুষ্ঠানে নিজস্ব লেখা পাঠ করেন শ্রীমতি পালি সরকার ঘোষ, শ্রী শুভ্র কান্তি দাস, শ্রী প্রতিক দে, শ্রীমতি রিয়া দাস, শ্রী অভিজিত দাস ও শ্রী রবি শঙ্কর দেব। ক্লাউনিং নাটক উপস্থাপনায় ছিলেন- শ্রী কৌশিক সেন, শ্রী দিগন্ত রায়, শ্রী অসীম চক্রবর্তী, শ্রী শুভম দাস ও শ্রী রবি শঙ্কর দেব। এছাড়াও বৃদ্ধাশ্রমের বহু সদস্য গান ও কবিতা পাঠের মাধ্যমে এই অনুষ্ঠান উপভোগ করেন। লহরীর ছোট্ট সদস্য সাত্বিক ঘোষ (বয়স ৫) তার নিজের আঁকা ছবি আশ্রমে উপহার দেয়। আশ্রমের প্রধান মিশ্রা জি লহরীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। লহরীর মুখ্য সম্পাদিকা শ্রীমতি রিয়া দাস বলেছেন, “শুধু সাহিত্য চর্চার মাধ্যমে একজন শিল্পীর কর্তব্য শেষ হয় না। তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও থেকে যায়। আমরা লহরীর সদস্যরাও সেদিকেই সচেষ্ট। আগামীতেও এই ধরনের অনুষ্ঠান আমরা করে যাব।”