পরবর্তী পঞ্চায়েত মসনদে কে? ভোট গণনার অপেক্ষায় এবার ময়নাগুরি
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ময়নাগুরি, ১৫ই মে, ২০১৮: আগামী ১৭ই মে রাজ্যের পঞ্চায়েতি ভোটের ফলপ্রকাশ হওয়ার কথা। ময়নাগুরি ব্লকের হাইস্কুলে গননা করা হবে ময়নাগুরির পঞ্চায়েত ভোটের ফল। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং সবশেষে জেলা পরিষদের ভোট গণনা করা হবে। ময়নাগুরি ব্লকে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ১৮৩ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১৮ হাজার ৪৯০ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৬৯৩ জন। মোট বুথের সংখ্যা ২৭১ টা। গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে ২৩৪ পঞ্চায়েত সমিতির আসন, ৪৮ টা ও জেলা পরিষদ ৩ টা। বর্তমানে বিশেষ নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে স্ট্রংরুম। স্ট্রংরুমে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রয়েছে সসস্ত্র পুলিশ বাহিনীও।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)