ভোটের আগে বক্সীরহাটে ১৩২০০ বোতল কাফসিরাপ, গ্রেফতার কাশ্মীরের দুই যুবক
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বক্সীরহাট ৩০শে এপ্রিল, ২০১৮: ১৩২০০ বোতল কাফসিরাপ আটকের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের দুই পাচারকারীকে গ্রেফতার করল বক্সীরহাট থানার পুলিশ। জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে এদিন সাংবাদিক বৈঠকে জানান গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিংয়ের সংখ্যা বাড়িয়ে এই সাফল্য পাওয়া যায়।
কুচবিহারের ওপর দিয়ে আসামে পাচার করা হবে কাফসিরাপ, এই খবর পাওয়ার পরেই নাকা চেকিংয়ের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের এই বিপুল পরিমান কাফসিরাপ উদ্ধার কুচবিহার পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করছেন জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে।ধৃত সুখকরন ও রাজকুমার দুজনের বাড়ি জম্মু ও কাশ্মীর।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)
Facebook Comments