বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল ময়নাগুরির এক গৃহবধূর
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৯শে এপ্রিল, ২০১৮: গত শুক্রবার রাত ১১:৩০ নাগাদ সাঁপের কামড়ে মৃত্যু হলো কনকা রায় নামে এক গৃহবধুর। ঘটনাটি ঘটে উত্তর খাগড়াবাড়ির রেলগেট এলাকায়। কনকা রায়ের দেওর উপেন রায় বলেন “শুক্রবার রাত ১১:৩০ নাগাদ কনকা রায় রাতে ঘুমি পড়লে পাশের ঘরে ছেলেরা টিভিতে খেলা দেখছিলো। সেই সময় ছেলেরা মায়ের কোন আওয়াজ পেয়ে ঘরে গেলে কনকা রায় তার ছেলেকে বলেন তাকে পায়ে কি জেনো কামড়িয়েছে। এই অবস্থায় তার ছেলে মায়ের পায়ে কামড়ানোর চিহ্ন দেখতে গেলে তিনি দেখেন তার মাকে সাঁপে দংশন করেছে। এই অবস্থায় দড়ি দিয়ে পায়ে বেধে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি হলে হাসপাতালে নিয়ে যায় কনকা রায়কে”। তবে ময়নাগুরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কনকা রায় কে মৃত বলে ঘোষনা করে। এই দিন মৃতদেহ ময়নাগুরি থানা থেকে জলপাইগুড়ি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)